যৌবনের পাগলামিতে পাপের কালিমা অন্তরে মাখতে চাই না
বসন্তবিলাসের স্বপেড়ব বিভোর হয়ে, জীবনের মূল্য হেলায় হারাতে চাই না।
চাই না ভোগবিলাসের মাঝে লোকদেখানো বাহাদুরি,
চাই না জীবনের মাঝে বৈষয়িক লুকোচুরি।
আমি শুধুই চাই আলোকিত জীবনে ঘটুক সত্যের ফুলঝুরি,
প্রস্ফুটিত গোলাপে সুবাসিত হোক অন্তরাত্মার লালগালিচা
স্বর্গীয় মাধুর্যের ছটায় বিকশিত হোক মনের আঙিনা।
খুলে যাক বদ্ধ মনের হাজারো দুয়ার
যে দুয়ারে দাঁড়িয়ে প্রতিদিন আমি অনন্ত জগতের রূপ দর্শন করি,
হারিয়ে যাই অতীন্দ্রিয় জগতে,
ছাড়িয়ে যাই সিদ্রাতুল মুনতাহা
যেখানে সষ্ট্রা ও সৃষ্টির মিলনে উন্মোচিত হয় জগতের পরম সত্য।