স্নিগ্ধ প্রভাতে প্রার্থনা শেষে হাত তুলে বিধাতারে কহি
পাঠাবেন কি তিনি আমাদের মাঝে নতুন যুগের পাঞ্জেরী।
অন্যায় কত জমিছে বুকে, কলিজা হয়েছে পুড়ে সারা,
প্রতিকারের ভাবনায় ব্যাকুল মানুষ, হয়েছে তারা আজ দিশেহারা।
অত্যাচার করি মানুষের উপর, পাবে নাকো পথ তুমি খুঁজি,
শাসন, শোষণে নিপীড়িতদের নিয়ে আর কত করবে তুমি পুঁজি।
সাম্যের গান মৈত্রীর বাণীর প্রচার, জগতে হয়েছে অনেক বটে,
পেরেছে কি মানুষ করতে পরিবর্তন যা আছে তার হৃদয়পটে।
বিধাতারে পূজি অসীমে খুঁজি, ক্লান্ত হয়ে অনেকে পেরেশান,
বিধাতা হেসে কহেন-ভাগ্যদাতা আমি বটে, তবু করবে তোমরাই
সমাধান।
এ জগতে আসি কেউ হয় রাজা, কেউবা প্রজা সারাজীবন,
মানুষের দুঃখ-কষ্ট করি অনুভব, তিনিই হয়েছেন মানব মহীয়ান।
কে আছে আজ ধরবে হাল, সবখানেই জাতিকে দেবে নতুন দিশা,
করবে পার কণ্টকাকীর্ণ পথ, যেথায় মিশছে বাতাসে বিষাক্ত সিসা।