পিঞ্জিরার পাখি ক্যামনে কথা কয়,
তার দর্শন বুঝতে মওলা সারাজীবন যায়।
সারাটি জীবন ভেবে শুধুই করলাম পার,
ড্রাইভার বিনে চলে কি গাড়ি বারংবার।
প্রেম বিনে তাকে বোঝা বড় ভার,
জগতের সব ভেদের তিনিই কারিগর।
সব যদি ভাগ্যগুণে মেনে নিতে হয়
ধরামাঝে কর্মফলের কী মূল্য রয়।
পুতুলনাচের পুতুল হয়ে হলো জনম পার,
মুর্শিদ বিনে যার ভেদ জানা শুধুই হাহাকার।
সিফতি রূপে মওলা কোথায় করে বাস,
কোরান পড়ে বুঝতে গেলে হয় নাভিশ্বাস।
মওলাপ্রেমে মোহাম্মদি রূপ দর্শন হয়,
পিঞ্জিরার পাখির দেখা সাঁই কোথায় আমি পাই।