আত্মবিস্মৃত মনের প্রতিটি  কোণে এক ছটাক নিরহঙ্কারের কীটনাশক ঢেলে
অন্ধগলির চৌরঙ্গীতে বসে কিতাব, পুস্তকের জ্ঞান নদীতে ঝেড়ে ফেলে
আমি নিজেকে সমর্পণ করেছি আত্মজ্ঞানের অনন্য স্বর্গরাজ্যে ।


বিদ্যার অসম দৌড়ে বুদ্ধি লোপ পেয়েছে সময়ের নির্লিপ্ত তালে
নির্বিকার ঈশ্বর সাধনা যোগ হয়েছে জীবনের পরাভব বাস্তবতায়
বড় বড় কিতাব দলিলের স্থান দখল করেছে মুর্শিদের চরণ ধূলি ।


তবুও বৈরাগী মনের প্রতিটি ভাঁজে অন্তহীন বাসনার ফুল ফোটে
সাধনার অতন্দ্র কারাগারে বসেও চারিত্রিক দুর্নামের কুৎসা রটে
স্বাদ , সাধনা ও সাধক সবকিছুই মিলেমিশে এক হয়ে যায় পবিত্র বাকায় ।