যখনই সেই পবিত্র এলাহির দরবারে গুনাহের হাত তুলি
আমার সমস্ত অস্তিত্বে যেন ভীষণ কাটা দিয়ে ওঠে
আমার দেহ মনে বয়ে যায় অজানা শিহরণের অনন্য ছোঁয়া
আমি যেন নিজেকে অনুভব করি  অস্তিত্বে থেকে  অনস্তিত্বে ।
অনুভব করি নিজেকে স্থান কাল পাত্রহীন  এক মায়াবি মোহনীয় জগতে
যে জগতের সন্ধানে আমি পথ চেয়ে বসে আছি বহুকাল
ভাবি আজই বুঝি  শেষ হবে  অপেক্ষার পালা  
শেষ হবে  দুঃখ কষ্ট ও যন্ত্রণার ধ্রুপদী সংগীত
শেষ হবে জীবনের অন্তিম প্রহর
আশা ও ভরসার তরী ভিড়বে জীবনের নিশ্চিন্ত উপকূলে
সৃষ্টির সবটুকু আকুতি মিনতি সমর্পিত হবে ইশকে এলাহির সাগরে ।
চোখের সামনে উন্মোচিত অদৃশ্য জগতের পর্দা
প্রকাশ হবে  মহান রবের অপার কৃপা ও করুণার বারিসম্পাত
প্রকাশ হবে আল্লাহর কোটি কোটি লীলার একক স্বয়ম্ভূ সত্ত্বা
দিদারে এলাহির অপেক্ষায় বিচলিত হবে অবুঝ বান্দার মন
প্রতীক্ষার কালো আঁধার দূর হবে
খাঁটি বান্দার দিদারে এলাহি নসিব হবে
পাক জাতের পবিত্র দর্শনে
মহাধন্য হবে সৃষ্টি ।