তুমি ছিলে মোর স্বপ্নের রাজকন্যা-
বসন্তের কোনো এক প্রথম প্রহরে দেখেছিলাম তোমাকে।
পরনে হলুদ শাড়ি চোখেমুখে ছিল ফাগুনের ছোঁয়া;
অসংখ্য মানুষের ভিড়ে দেখেছি তোমাকে সহস্রবার;
হারিয়েছি বারবার নিজেকে তোমার মোহনীয় রূপের মাঝে।
তুমি ছিলে মোর অজানা ভালোলাগা;
রাঙিয়েছ মোর মন রংধনুর সাতরঙে;
মাতিয়েছ আমাকে ভালোবাসার জয়গানে।
বসন্তের সেই প্রথম প্রহর আজও স্মৃতিপটে অম্লান;
ফাগুনের আগুন আজও জ্বলে রক্তিম আভায় মম হৃদয় মাঝে।
বছর ঘুরে আজকে পহেলা বসন্ত;
প্রকৃতির চারদিকে ঋতুরাজের ছোঁয়া।
আজও চেয়ে আছি হাজারো মানুষের ভিড়ে
মিলব তোমার সনে পহেলা বসন্তের ক্ষণে।