ভাবনার অতল গহ্বরে তলিয়ে যাওয়া ডুবুরি আমি,
আত্মার রাজ্যে অবাধে বিচরণ করে বেড়ানো হুদহুদ পাখি আমি,
আমিই শৃঙ্খলিত মানুষের মনের কোণে সুবাসিত গোলাপ,
আমিই অত্যাচারীর মনে সঞ্চার হওয়া ভয়ংকর ত্রাস
যার অভিঘাতে ভগড়ব হৃদয়ে ফিরে আসে আশার বাণী।
অস্থি মজ্জা, শিরা-উপশিরায় বয়ে যায় উষ্ণ রক্তের প্রসবণ।
হৃদয়ের প্রকোষ্ঠগুলোতে জ্বলে থাকে এক জ্যোতির্ময় আলো
যে আলোর সন্ধানে মানুষ ছুটে চলেছে অনন্তকাল ধরে,
ছুটে চলেছে মুক্তির পানে
যে মুক্তির আশায় সবকিছুই পানসে মনে হয়,
তুচ্ছ হয়ে যায় অর্থ বিত্ত সম্পদের পাহাড়,
তুচ্ছ মনে হয় রাশি রাশি ভারা ভারা স্বর্ণালঙ্কার,
ফিকে হয়ে যায় মর্যাদা ও ক্ষমতার হুঙ্কার,
অসহায় হয়ে যায় মনের মাঝে লুকানো অহঙ্কার।
তবুও আমরাই দুনিয়া লোভী,
আমরাই জ্ঞানপাপী,
আমরাই জন্ম নিই বারেবারে এই দুনিয়ার পথ-প্রান্তরে,
আমরাই খুঁজি পরিত্রাণের আলো কারণে-অকারণে সকাল সাঁঝে।