দখিনা বাতাসে গোলাপের মিষ্টি গন্ধ,
মেঘের বুক চিরে সূর্যের রক্তসড়বাত হাসি
প্রচ- বাতাসের গর্জনে মুখরিত চারদিক।
তবুও ওঠেনি ঝড় এ হৃদয়ে
শুধুই শীতলতার হাতছানি
যেন আত্মিক নিস্তব্ধতার বিস্ময়কর বহিঃপ্রকাশ
অসীমের মাঝে মিলনের পরম একাগ্রতা
লুকিয়ে আছে আমার অন্তরের অন্তঃস্থলে,
মিশে আছে আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে,
বেঁচে আছে মনের ভাঁজে ভাঁজে, প্রতিটি বিশ্বাসে
যে বিশ্বাসের জন্ম হয় স্রষ্টার পরম ইচ্ছায়
অবলীলায় যার প্রকাশ হয় সময়ের ক্ষণে ক্ষণে
যে বিশ্বাস প্রতিদিন ডানা মেলে উড়ে যেতে চায়
পূর্ণতার মাঝে লীন হতে চায়,
হারিয়ে যেতে চায় অসীমের বুকে
যেখানে স্থান নেই, কাল নেই, পাত্র নেই
আছে শুধুই শান্তি, চিরশান্তি।