শেষ বিকেলের রোদটা মিষ্টি ছিল,
নদীর পাড়ে ছিল অসংখ্য মানুষের মেলা,
দাঁড়িয়ে আনমনে দেখছিলাম আমি
সূর্যাস্তের অপরূপ লীলা।
প্রকৃতির মাঝে ছিল রঙ-
লাল রক্তিম আভায় ছিল সাজে সজ্জিত নববধূর ঢঙ।
সারাটা আকাশজুড়ে ছিল বাহারি রঙের হাসি,
সুরের মূর্ছনায় আবিষ্ট ছিল যেন সকল বিশ্ববাসী!
ছিল নদীর বুকে জলতরঙ্গের খেলা,
সূর্যের কিরণে যেন জ্বলছিল হাজারো মুক্তোর মালা।
ঘাটে ছিল অসংখ্য মানুষের ঢল,
প্রিয়জনের বিদায় শেষে মানুষের চোখ ছিল পানিতে টলমল।
নদীতে নৌকার বহর ছিল,
উজানে গান ধরেছিল গাইয়ে মাঝি বেশ,
শুনছিলাম আনমনে আমি
মনে ছিল আনন্দের অকৃত্রিম রেশ।
সূর্যের আলো ম্লান ছিল,
বাতাসে মিষ্টি ঘ্রাণ ছিল,
প্রিয়জনের প্রতীক্ষায় ছিলাম আমি,
কখন আসবে প্রিয়া,
প্রাণভরে দেখব তার হাস্যোজ্বল বদনখানি।