আমি মিছে ভালোবাসার পেছনে ছুটিনি
আমি মরুভূমির মরীচিকায়ও সময় কাটায়নি
কাটিয়েছি সময় যেন স্বর্গীয় উদ্যানে
প্রেয়সীর সাথে নীরবে নিভৃতে আনমনে।
স্বর্গীয় উদ্যানে প্রেয়সীর দেখা বড়োই দুর্লভ বিষয়
জীবনে প্রেয়সীর দেখা সকলে পায় না
দেখা পেলেও হয়তো মনের মতো হয় না
হয় না মনের মতো মন
মিললেও কেটে যায় পুরো যৌবন
হ্যাঁ, সুখের প্রত্যাশা সকলেই করে আমরণ
আমরণ সকলে সুখে থাকতে চাই
চিরশান্তিতে থাকতে চাই
দুহাতে হাত রেখে
হারিয়ে যেতে চাই অজানা দেশের
অচেনা পাহাড়ের অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে
যেখানে মেঘের কোলে সূর্য খেলা করে
পাহাড়ের গা ঘেঁষে ঝরনার প্রবাহ নৃত্য করে
সেই নৃত্যের তালে তালে কেটে যাবে সারাটি দিন।
আমি জানি তুমিই ছিলে
তুমিই আছো এবং
তুমিই থাকবে
আমার হৃদয়ের গহিনে
রাত্রির বিভাবরী হয়ে থাকবে তুমি আমার প্রতিটি ক্ষণে
তোমারই আলোয় আলোকিত হয়ে
আমি এগিয়ে যাব ভবিষ্যতের পানে
এগিয়ে যাব মাঠেময়দানে
রাখব দেশের মান
মুখরিত স্লোগানে ভরা জীবনসংগ্রামে।
তুমি কখনই আমার মিছে ভালোবাসা ছিলে না
তুমি ছিলে আমার প্রাণপ্রদীপ
তুমি ছিলে অন্তরের ভালোবাসা
সাহচর্যের বেড়াজালে আমাকে আগলিয়ে
তুমিই দিয়েছ সারাজীবন নিরন্তর আশা।
আমি অঙ্কুরে বিনাশ হয়নি
আমি মরীচিকার মাঝে হারায়নি
আমি হারিয়েছি তোমারই মাঝে
রাগে অনুরাগে, সকাল দুপুর সাঁঝে।