আমি পথহারা এক পথিক
যার ছিল না কোনো ঠাঁই
ছিল না কোনো আত্মপরিচয়
ছিল না দুমুঠো অনড়ব জোগানোর কোনো উপায়।
ছিল শুধু কষ্টের প্রহর গুনে চলা
ছিল যন্ত্রণার প্রহর গুনে সান্ত্বনার বুলি শোনা
ছিল আর কত কিছু সবকিছু কি যায় মুখে বলা।
হ্যাঁ সবকিছ বলা যায় না,
বলা যায় না হৃদয়ছোঁয়া দুঃখের কথা
বলা যায় না মনের গভীরে
লুক্কায়িত জমাট ব্যথা,
এটা শুধুই অনুধাবন করা যায়
অনুধাবন করা যায় অন্তরের অন্তস্তল থেকে
যেখানে চিন্তা, চেতনা ও অনুভূতির সমুদ্র
মিলেমিশে একাকার হয়ে গেছে।
একাকার হয়ে গেছে জীবন ও যৌবন
যেখানে ছিল না কোনো শৃঙ্খলা
ছিল না কোনো আশা
ছিল না কোনো ভালোবাসা
কিন্তু হঠাৎ এক মানবী এসে
আমার অগোছালো আটপৌরে
জীবনে নিয়ে আসলো জিয়নকাঠির স্পর্শ
যার পরশে মুহূর্তেই আমি বদলে গেলাম
বদলে গেল আমার চিন্তা চেতনা ও দর্শন।
যে দর্শনে আছে শুধুই শান্তি
অনাবিল শান্তি
চিরশান্তি।