অদৃষ্টের অস্পষ্ট আলেয়ায়
জীবন ও পারিপার্শ্বিকতার উপর নৈব্যক্তিক দৃষ্টিতে তাকিয়ে
আমি হেঁটে চলেছি সীমাহীন বাস্তবতার অন্তহীন দিগন্তে ।
তবুও বিচলিত মনের প্রতিটি কোনায় উঁকি মারে
সোনালি ভালোবাসার স্বর্গীয় পরশ ,
বিদগ্ধ চিত্তের স্তরে স্তরে জমা হয়
আল্লাহর অপার করুণা ও ক্ষমার নিষ্কলুষ আবেদন ,
তৃষিত আত্মা কেবলই লীন হতে চায় ইলমে লাদ্দুনির অনন্ত সাগরে
মিলিত হতে চায় বেহেস্তের লাল গালিচায় ।
যেখানে অবুঝ মনের দরজায় কড়া নাড়বে
পারস্পরিক স্নেহ , মায়া ও মমতার অদৃশ্য বাঁধন,
বিভেদ ও দন্দ হারিয়ে যাবে জীবনের প্রতিটি ক্ষণ হতে ।
শুভ্রতার অনন্য চাদরে মুড়ে ,
মানুষের হৃদয় আকাশে উড়বে শান্তির পায়রা
জীবন তার চিরায়ত রূপে এগিয়ে চলবে
প্রেমময় ভালোবাসার অন্তহীন দিগন্তে ।