চিন্তার জগতে নিত্য নতুন বিষয়ের আগমন ঘটে
যা ধীরে ধীরে রেখাপাত করে মনের গভীরে
তবুও বুদ্ধিদীপ্ত চিন্তার মানুষের বড়ো অভাব এ জগতে
যেখানে বিবেকের তাড়নায় মানুষ দু চোখের পানি ফেলে না
জ্ঞানের লৌহবর্মে মরচে পড়ে অসাড় হয় জীবনের মহিমান্বিত দিনগুলো।
সভ্যতার গলা চিপে ধরে রঙ্গতামাশা করে বোকার দল
তখনই জাতির জীবনে নেমে আসে ঘোর বিপদ
সেই কঠিন পরিস্থিতিতে প্রজ্ঞার আলো নিয়ে
আগমন ঘটে মহামানবদের।
তাদের ঐশী বার্তায় পৃথিবীর মানুষ খোঁজে মহাযুক্তির দিশা
খোঁজে চিরশান্তির পথ।