অটল বিশ্বাসের বিজয়মালা গলায় পরে
মান সম্মানের মূল্যবান পরশমণি অন্তরে বয়ে
আমি ছুটে চলছি মহাকালের অন্তহীন দিগন্তে ।
তবুও মনের  মাঝে অনাগত উৎকণ্ঠা বাসা বাঁধে
হৃদয়ের বেলাভূমিতে পুনঃ পুনঃ প্রবঞ্চনার ঢেউ জাগে
অস্থির উন্মাদনায় মন হারিয়ে যায় খেয়ালের অনন্ত ভুবনে।
আবারো জীবনে মহিমান্বিত বসন্তের ছোঁয়া লাগে
একরাশ স্বপ্নের ভুবনে অপরূপ রোদ্দুর হাসে
বাসনার অন্তহীন ঢেউয়ে পাল তোলে তনু মন
জীবনের সাথে মিতালি পাতায় প্রমত্তা যৌবন ।