কষ্টের পরশপাথরে ধন্য, পুণ্য পবিত্র আত্মা আমি,
ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয়ে পবিত্র শহিদ আমি,
আমিই চারদিকে ছড়িয়েছি ভালোবাসার উষ্ণ বীজ।
হৃদয় মন্থন করে পেয়েছি অমৃতের সন্ধান,
অবলীলায় নিজেকে করেছি নিঃস্ব বিলীন
ভাবিনি কভু অপমানের চাবুকে হৃদয় ভেঙে হবে খানখান
তবুও থামেনি ভালোবাসার জয়রথ,
হয়নি অবরুদ্ধ হৃদয়ের জানলা
বরং বারংবার অশ্রুসিক্ত নয়নে
ধুয়ে মুছে গেছে লুকানো জমাট ব্যথা,
ভেসে গেছে মনের দু’কূল,
মুছে গেছে জাতি ধর্ম বর্ণের চৌহদ্দি।
শুধুই জেগে আছে প্রণয়ের হাজারো সাতকাহন
দেশে দেশে, কালে কালে, সভ্যতার মায়াজালে।