আমার সারাক্ষণ ইচ্ছে করে চেয়ে থাকি
আল্লাহর অপার ঐশ্বর্যের পানে
অনিন্দ্যসুন্দরকান্তি ও ভুবনমোহিনী রূপের টানে
যে রূপের অনন্তসাগরে বিলীন হয়ে গেছে আশেকের দল
খুঁজে চলেছে শুধুই সেই পরম শাশ্বত সত্যকে
যে সত্যের আঙিনায় মিথ্যা হয়ে যায় সভ্যতার চৌহদ্দি
ম্লান হয়ে যায় পার্থিব নাজ নেয়ামতের অজস্র পশরা
ফিকে হয়ে আসে দুনিয়ার চাওয়া পাওয়ার হাজারো সমীকরণ
মন শুধুই ছুটে যেতে চায় অসীমের পানে
ছুটে যেতে চায় চিরায়ত মুক্তির টানে
যে মুক্তির অপেক্ষায় প্রহর গোনে প্রতিটি তৃষিত আত্মা
যার স্থিতি স্থান কাল পাত্রের ঊর্ধ্বে
অতিন্দ্রিয় জগতের শ্রেষ্ঠ মাকামে
চিরন্তন সেই সত্তার সাথে একান্ত সান্নিধ্যে
যার পরম অভিলাষ হৃদয়ে ধারন করে
সাধকের দল কাটায় প্রতীক্ষার অন্তহীন প্রহর