আমি চিরকাল তোমার প্রতীক্ষায় থাকব-
আমি কি ভুলতে পারি তোমার সেই সঙ্গ
বসন্তের কোকিল হয়ে ডানা মেলেছিল আমার আঙিনায়
তোমার সাথে কথা বলতে গেলে যেন সব কবিতা হয়ে যেত,
খানিকটা আরব্যরজনীর উপন্যাসের মতোই
সেইসকল রোমাঞ্চকর কাহিনী।
নীল প্রজাপতি হয়ে এসেছিলে তুমি মোর জীবনে,
রামধনুর সাতরঙ দিয়ে রঞ্জিত করে রাখতে আমাকে-


কী মায়াবী মুখখানা ছিল তোমার,
যেন বিধাতার নিপুণ সৃষ্টি তুমি;
অপূর্ণতার লেশমাত্র আঁচড় দেয়নি তোমাকে।
ষোলোকলায় পূর্ণ এক মানবী ছিলে তুমি-


দেবদূত বা অপ্সরা বললে তোমাকে অনেকটা খাটো করা হবে,
মান-অভিমানের পালায় কোনোদিনই জিতিনি আমি।
কেবল বিস্ময়ে শুনতাম তোমার আবেগমাখা কথাগুলো,
প্রচণ্ড নাড়িয়ে দিত আমার ভেতরটা।
তারপর হঠাৎ এক কালবৈশাখীর ঝড়
তছনছ করে চলে গেল
ভুলের পাহাড়ে বসে দিন গুনে গুনে আজ ক্লান্ত আমি।
জরাজীর্ণ মলিন জীবনে আজও খুঁজি তোমার পরশ।
অস্তিত্বের ভিতরে থেকেও নিথর দেহ আমার-


আমি অনেক আগেই বিলীন হয়ে গিয়েছি তোমার অস্তিত্বে।
রাত-ভোর জাগা পাখি হয়ে চেয়ে আছি তোমার পথপানে।
মনেপ্রাণে আজও আমি বিশ্বাস করি
তুমি ফিরবে আমার কাছে;
আমি চিরকাল তোমার প্রতীক্ষায় থাকব।