একরাশ ক্লান্তির পরে রাতের আকাশে জোছনা নামে
আঁধারের কোলজুড়ে আসে ভালোলাগার অচেনা পরশ
মৃদুমন্দ বাতাসের আলতে ছোঁয়ায় বৃষ্টি পড়ে মনের আঙিনায়
অফুরন্ত উচ্ছাসের নিরন্তর ঢেউ বয়ে যায় আমার সমস্ত সত্তায়।
ধিরে ধিরে আশ্চর্য অনুভূতির সাগরে ডুব দিই আমি
আমার শিরা ধমনী রক্তজালিকায় বয়ে যায় উষ্ণ প্রস্রবন
তীক্ষ্ণ দৃষ্টির তীব্র অনুভূতির বাণে বৃদ্ধ হই আমি
সিক্ত হয় আমার অন্তরাত্না।
মাটির পৃথিবীতে বাস করেও আমি শুনতে পাই
ঐশ্বরিক আহ্বানের অমিয় বাণী
দেখতে পাই ঐশী আলোক ছটা
অলৌকিক স্বর্গীয় জ্যোতি সারাক্ষণ আমাকে ঘিরে রাখে
মেশক আম্বরের সুঘ্রানে সুবাসিত হয় আমার মনের কুঠির
আমি যেন ছুটে চলি মুক্তির পানে
ছুটি চলি মহামিলনের আকাঙ্খিত মাহেন্দ্রক্ষণে
যার চিন্তায় আমি বিভোর থাকি
প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।