কী খেলা খেলেন প্রভু মোদের সনে,
নিজ হতে রুহু ফুঁকে-
আদম গড়েন জনে জনে।
কী খেলা খেলেন প্রভু মোদের সনে।
আদম যে কিসের আধার
না জানিলে মানবজন্ম বেকার-
কী রূপে করিব ভজন খোদার;
মুর্শিদ বিনা কে জানে।
কী খেলা খেলেন প্রভু মোদের সনে।
মাটির আদম গড়ে প্রভু
শেখালেন দুনিয়ার সবই
আজাজিল বাদে ফেরেস্তা দিব্যি
আদমের সেজদায় জনে জনে।
কী খেলা খেলেন প্রভু মোদের সনে।
আদম একা নয়তো কভু
বাস করেন সাথে শয়তান ও প্রভু।
একই মাটির ঘরে
বসত করে তিন জনে।
কী খেলা খেলেন প্রভু মোদের সনে।
-