আমি হেরা পাহাড়ের সেই জ্যোতিরময় আলোর সন্ধানে আছি
স্বর্গীয় তাজ্জালী অনুভবের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি
যার পরশে এক নিমিষেই ধন্য হয় সাধকের জীবন
প্রাপ্ত হয় উচ্চ মাকাম |
যেমনিভাবে সাধনার সর্বোচ্চ স্তরে
পৌঁছে গিয়েছিলেন মোহাম্মদ মোস্তফা (স)
যিনি জগতের মহাসত্যকে অনুধাবন করেছিলেন
সেই সত্যের চেরাগ লাখো মানুষের হৃদয়ে জ্বালিয়ে
বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন সত্যজ্ঞানের মহাভাণ্ডার  |
আমি সেই সত্যান্বেষী পুরুষ হয়ে
সত্যজ্ঞানের সন্ধানে আছি
চিরকাল সেই সিদ্ধপুরুষের খোঁজেই আছি  
যার হাতের জিয়নকাঠির স্পর্শে
আমার তৃষিত হৃদয়ে
জেগে উঠবে ঢেউ,
ছিড়ে যাবে সকল অনাহত বন্ধন |
অন্তরাত্মার জাগরণে খসে খসে পড়বে
নফসের বিকৃত কদর্য রূপ
ইশকে এলাহির এক অপূর্ব আলোকছটায়
ধন্য হবে আমার আত্মা  
ধন্য হবে আমার জীবন,
পূর্ণ হবে আমার ভুবন
যেমননিভাবে পূর্ণ হয়েছিলো
রুমি (র), আত্তার(র) ও সানায়ী(র) এর কর্মময় জীবন ।