মৃত তারাদের আলোতেই সেজে  ওঠে রাতের আকাশ
জোছনার সবটুকু পরশে প্লাবিত স্বপ্নময় রঙিন পৃথিবী
অমরত্বের বাণী শোনায় রাতজাগা ভোরের পাখিরা
নবীনদের আগমনে উচ্ছসিত সারি সারি গাঙচিল ।
চিরদিন আকাংখার তীব্র গন্ধ দেহ মনে ভাসে
বাসনার অন্তহীন জ্বালায় যৌবন কখনোবা হাসে
সাধনার হিমালয় উঁকি দেয় নিরবে নিভৃতে আনমনে ।
এমনিভাবে সভ্যতার চাকা ঘোরে
মাটির পৃথিবীতে মানুষরুপী ফেরেশতাদের বৃষ্টি নামে
মৃত্তিকার চির অন্ধকারে স্থিত হয় নশ্বর দুনিয়ার হৃদয়ছোঁয়া গল্প ।