সবুজ বাতায়ন মুক্ত বাতাস
এই মিলে অনির্বচনীয় রমনা পার্ক।
কিশোর যুবকদের ভিড়ে সকলে একাকার
বুড়োবুড়িদের মনে যেন যৌবনের হুংকার।
ভোরের সমীরণে হাঁটাহাঁটির পালা
এ যেন সুস্থ থাকার অবিরাম খেলা।
কখনো দলে মিলে ব্যায়ামের অভ্যাস
দলনেতার ডাকে মেলে জীবনের প্রতিভাস।
হাঁটার অবসরে হয় দেখা প্রকৃতির লীলা
বটবৃক্ষের ডালে যেন পাখিদের মেলা।
সরু সরু হাঁটার রাস্তায় ফুলের সুবাস
ঘামভেজা শরীরে যেন স্বস্তির বাতাস।
লেকের পাড়ে একটু জিরিয়ে নেওয়া
সাগর মন্থনে যেন অমৃত পাওয়া।
হার্টের রোগ ডায়াবেটিকে আক্রান্ত শরীর
মুক্ত বাতাসের তরে সকলে অস্থির।
সবুজ শ্যামলিমায় ঘেরা পার্কের প্রকৃতি
আত্মীয়ের বন্ধনে যেন সেরা স্বীকৃতি ।
হাজারো মানুষ আসছে সেথায় প্রতিদিন
জরা ক্লান্তি মুছে যেন জীবন হচ্ছে রঙিন ।