শীতের আমেজ হলো শুরু
আয়োজনে অপরূপ।
শিশিরভেজা ঘাসে মেলে
প্রকৃতির মনোহারিণী রূপ।
লেপ কাঁথা বালিশের
প্রস্তুতি জোরকদম।
শীতের ভয়ে কমে যায়
গরিবের বুকের দম।
খেজুরের রস, পিঠা পায়েস
মজা আছে বেশ।
শীতের প্রকোপ বাড়লে পরে
বাড়ে জীবনের ক্লেশ।
কুয়াশাঘেরা মেঠো পথে
বাতাস কনকনে ঠাণ্ডা।
দিনমজুরদের জীবন মানেই
থেমে নেই পেটের ধান্দা।
শাকসবজির সমারোহ
বাহারি আয়োজন গ্রামে।
আহারেতে রুচি বাড়ে
ভোজন বিলাসের টানে।
শীতে কমে সূর্যের তেজ
ঠাণ্ডা কাশি ভরপুর।
রোদ পোহাতে বেরোয় মানুষ
জুড়ে মিলে হয় প্রচুর।
প্রকৃতির রুক্ষতায় ত্বকের
যত্ন বাড়ে বেশ।