স্বপ্ন ছাড়া আছে মানুষ
পাওয়া খুবই ভার।
স্বপ্ন বুনে আপন মনে
দিন চলছে সবার।
স্বপ্ন নিয়ে প্রতিদিন
একটু একটু খেলা।
জগৎ মাঝে চলছে
সব মানুষেরই মেলা।
স্বপ্নচারী মানুষের
হরেক রকম আশা।
স্বপ্ন গুনে আপন মনে
বাড়ে শুধুই ভরসা।
নীল স্বপ্ন, লাল স্বপ্ন
স্বপ্ন আছে বেশ।
স্বপ্ন পূরণ করতে
বাড়ে যত ক্লেশ।
স্বপ্নগুলো পাখি হয়ে
আকাশেতে ওড়ে।
স্বপ্নচারী মানুষ সকল
তার পিছনে ঘোরে।
স্বপ্ন ভঙ্গ হওয়া
সহজ ব্যাপার নয়।
স্বপ্ন বুননে ত্যাগ থাকলে
বিজয় সুনিশ্চয়।
স্বপ্ন ছাড়া আসলেই
কাটে নাকো দিন।
আশা আকাংক্ষার মাঝেই
জীবন হচ্ছে রঙিন।
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার-
সত্যি হলো তাই।
আপন মনে ত্রিভুবনে
আনন্দের সীমা নাই ।