হীরে মতি চাই না আমি
চেয়েছি তোমার একটু ভালোবাসা,
অপেক্ষা করেছি বহুবছর ধরে
হৃদয়ে নিয়ে অনন্ত ভালোবাসা তোমার জন্য।
কিন্ত তুমি দাওনি সাড়া, ফিরিয়ে দিয়েছ আমাকে বারবার,
শূন্য হাতে নিঃস্ব, রিক্ত হয়ে ফিরেছি বটে,
তবু আবারো দেখেছি স্বপ্ন তোমাকে নিয়ে।
ভেবেছি হয়তো একদিন আমার ইচ্ছের পাখিগুলো
ডানা মেলে উন্মুক্ত আকাশে
ঘুরে বেড়াবে, কোকিলের কুহুকুহু তানে
বসন্ত এই বুঝি কড়া নাড়বে
আমার হৃদয়ের আঙিনায়।
ভেবেছি কাকডাকা ভোরে
তুমি একদিন আমাকে জাগিয়ে তুলবে ঘুম থেকে।
হাতে থাকবে তরতাজা একটি রাঙা গোলাপ,
লজ্জায় হয়তো আমি দুহাত দিয়ে আমার
মুখ ঢেকে রাখব।
তারপর হঠাৎ তুমি
কাঁপাকাঁপা গলায় আমাকে বলবে-
আমি তোমাকে ভালোবাসি।
আহ্! কী মধুর কণ্ঠ তোমার!
তা শোনার জন্য বহুকাল তোমার পথ চেয়ে বসে আছি।
আজ আমার হৃদয়ের সবগুলো জানালা
খুলে যাবে, হৃদয়ে বইবে চিরন্তন শান্তির বাতাস।
পরম আনন্দের ঢেউ জাগবে আমার মনেপ্রাণে,
মনে হবে, চিরসত্ত্বা জুড়ে যেন
তুমিই আছ, ছিলে এবং থাকবে।
ভালোবাসা স্বর্গীয়!
এ এক দুর্লভ অনুভূতি তা আমি অনুভব করব।
অন্তরের সবটুকু উজাড় করে
তোমাকে ভালবাসব
জনম জনম ধরে।