বিরহ-মিলনের চৌহদ্দি পেরিয়ে স্বর্গীয় আত্মা আমি,
পাওয়া না-পাওয়ার সমীকরণ ভুলে সিদ্ধপুরুষ আমি
ভালোবাসা ও ঘৃণার অনন্ত সমুদ্র আকণ্ঠ পান করে
ত্যাগ ও তিতিক্ষার কণ্ঠহার গলায় পরে
দিন ও রাতের অক্লান্ত সংগ্রাম সেরে
বাহারি জীবনে বৈরাগ্যের সম্রা ট আমি।
আমিই বিলিয়ে বেড়াই সেড়বহ-মায়ামমতার ভা-ার
হৃদয়ে হৃদয়ে জুড়ে দিই ভালোবাসার দ্বার।
কামনা করি বিশ্বভুবন হোক মানবপ্রেমের সূতিকাগার
যদিও বঞ্চিত আমি
অতৃপ্ত আমি
অপূর্ণ আমি
তবুও আমিত্বের বেড়াজাল ভুলে
আমরাই খুঁজি জগৎসংসার।