জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লান্ত পথিক আমি
রিয়াযত ও সাধনার মধ্যগগনে জ্বলন্ত সূর্য আমি,
আমিই ত্রিভুবনের আলোয় উদ্ভাসিত সত্যের দূত
আমিই রেখেছি মহান আল্লাহর সাথে বন্ধন অটুট।
যে বন্ধনের কষ্টিপাথরে নিজেকে প্রতিদিন যাচাই করি
ঐশ্বরিক দর্পণের সামনে দাঁড়িয়ে পাপ-পুণ্যের অঙ্ক কষি।
অস্তিত্বশীল জগৎ হতে অনস্তিত্বশীলে ফানা হতে চায় মন
আকাশ ও নভোম-লের ব্যাপ্তি পেরিয়ে,
সপ্ত-আসমান জমিন ছাড়িয়ে
আমি যেন হারিয়ে যায় অতীন্দ্রিয় জগতের শ্রেষ্ঠ স্থানে।
আল্লাহর আরশের সামনে লা মোকামে
দুই ধনুকের দূরত্বে
যেখানে সষ্ট্রা ও সৃষ্টির মধুময় মিলনে
উদ্ভাসিত হয় জগতের পরম সত্য।