আমি পরাজিত হতে চাই না
আমি শুধুই হাসতে চাই
আমি গাইতে চাই
আমি এই দুনিয়ার বুকে
মাথা উঁচু করে বাঁচতে চাই।
আমি বাঁচতে চাই পরিশ্রমের মাঝে
আমি বাঁচতে চাই দৈনন্দিন জীবনের কাজে
শ্রম মেধা মনন দিয়ে কাজ করে
আমি বাঁচতে চাই প্রাপ্য সম্মানটুকু নিয়ে।
আমি সম্মানহানি চাই না
শঠতা, মারামারি, হানাহানি চাই না
ধান্দাবাজি, স্থূল বৈষয়িক চুরি আমি চাই না
চাই না আমি সম্পদের পাহাড়
আমি চাই দুবেলা দুমুঠো আহার
যে আহারের মাঝে তৃপ্তি আছে
তৃপ্তির মাঝে শান্তি আছে
যে শান্তির পরশ আমার মনকে ছুঁয়ে যায় অনায়াসে।
সব কাজ মন ছুঁয়ে যায় না
আবার সব কাজের স্বীকৃতি সহজে মেলে না
স্বীকৃতি তখনই মেলে
যখন কর্মের মূল্যায়নে মনের আনন্দ আকাশে পাখা মেলে
আমি মনের সেই চিরায়ত আনন্দ হৃদয়ে ধারণ করে
ছুটে যেতে চাই অসীমের পানে
ছুটে যেতে চাই মুক্তির টানে
যে মুক্তির স্বাদ আমার হৃদয়কে স্পর্শ করে গভীরে।
যে গভীরতার মানবীয় গুণাবলির সর্বোত্তম প্রকাশ ঘটে
মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে
বিবেকের দরজায় আঘাত আসে
অন্যায় অত্যাচার, অপকর্মের ব্যাঘাত ঘটে
পরিবর্তনের ছোঁয়া লাগে সমগ্র সত্তায়
সমগ্র সত্তায় ঘটে যাওয়া সেই ছোঁয়া
সেই গুণাবলি অস্থিমজ্জায় ধারণ করে
আমি মানুষের পাশে থাকতে চাই
আমি মানুষের কাছে থাকতে চাই
আমি মানুষ ও মানবতার সেবা করতে চাই
যে সেবার মাঝে কৃপণতা নেই
নষ্টামি নেই, ভণ্ডামি নেই
আছে শুধুই প্রকৃত মানুষ হওয়ার লিপ্সা
যে লিপ্সা মানুষকে হাতছানি দিয়ে ডাকে চিরকাল
আমিও সেই লিপ্সা হৃদয়ে ধারণ করে
মাথা উঁচু করে বাঁচতে চাই
বাঁচতে চাই গৌরবের সাথে
বাঁচতে চাই সম্মানের সাথে
কারণ সম্মানের সাথে বাঁচার অপর নামই মানবজীবন।
তাংÑ১২/১১/১৯ ইং, ঢাকা।