অর্বাচীন সভ্যতার দেশে একরাশ নিরাশক্তির ঢেউ
নিমিষেই বদলে ফেলে আমার অন্তরাত্মার স্বর্গীয় কুঠির।
আমি ধীরে ধীরে হারিয়ে যায় অপার ঐশী ভালোবাসার ভূবনে
নিজেকে সমর্পণ করি ক্ষমা ও প্রাপ্তির প্রেমময় যৌবনে।
আমার তৃষিত আত্মা কেঁপে কেঁপে অনুভব করে
বিরহ যন্ত্রণার অতিশয় জ্বালা
কখনও বা অনুভব করে মহিমান্বিত মিলনের মাহেন্দ্রক্ষণ
যে ক্ষণের স্বাক্ষী হয়ে
দ্যুলোক ভূলোক সপ্ত আসমান জমিন ছুয়ে
আমি পৌঁছে যায়
মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে
দুই ধনুকের অতি নিকটে
যার ভাবনায় আমার অন্তর আত্মা হাহাকার করে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।