আজি মানবতা সুদূরপরাহত সমাজের আঙিনা হতে
দেখি চারিদিকে কলির সর্বনাশা রূপ ভূরি ভূরি আছে বটে,
সত্যের দ্বার রুদ্ধ করে মোরা বিধাতারে খুঁজি বারে বারে
ঐ দ্যাখো বিধাতা, নিজেই বসে আছে গরিব-দুঃখীর দ্বারে।
করি অন্যায় যত আছে নিজেরে নির্দোষ দাবি করি
চাপিয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে ক্ষমতার চর্চা বেশি করি।
করি অপকর্ম এখানে ওখানে সমাজকে করি বিশৃঙ্খল
করি প্রচার আছি শুভ কাজে যত কিন্তু বিবেক গিয়েছে অস্তাচল।
হয়নি শেষ জীবনের খেলা এখনও সময় আছে বটে
দুহাত তুলি বিধাতারে বলি-দাও বিবেক-বুদ্ধি আমার ঘটে।
করি সেবা আজীবন মানুষকে, আছে প্রাণ এ দেহে যতক্ষণ,
করি সকল ত্যাগ তিতিক্ষা, থাকি মানুষেরই পাশে হরদম।
ঐ দ্যাখো, চারিদিকে আছে বিষবাষ্প সমাজ আজ ছারখার
কহি বিধাতারে দাও মোরে শক্তি সাহস, হব আমি দুর্নিবার।
সমাজের যত জঞ্জাল আছে করব আমরাই সাফ,
করি দমন অসুর-দানব মানুষকে এনে দেব ইনসাফ।
আনিব আমরাই সোনালি সমাজ, জাতিকে দেব নতুন দিশা
নতুন প্রজন্ম পাবে বাসযোগ্য ভূমি, নতুন স্বপ্ন হবে তাদের নেশা।