আমি কারো চোখ রাঙানিতে ভয় পাই না
আমি কারো ভয়ে পিছুপা হই না
হাজারো বিপদের দেওয়াল ডিঙিয়ে
আমি সত্য প্রচারে বিমুখ হই না।
বিমুখ হই না আমি সামনে দাঁড়াতে
বিমুখ হই না আমি লড়াই করে বেঁচে থাকতে
বেঁচে থাকাটাই তো প্রতিদিনের
এক একটি ছোটোগল্প
যে গল্পে দুঃখকষ্ট আছে অল্পস্বল্প
যে গল্পে ঘটনার অভাব নেই
নেই নাটকীয়তার অভাব
আছে শুধুই বাস্তবতা
সীমাহীন বাস্তবতা
যে বাস্তবতার পটভূমিতে দাঁড়িয়ে
মিলন বিরহ প্রতিদিন টুক খেলাখেলি করে
ভাবনার গভীরে শুধুই নিয়তি উঁকি মারে
উঁকি মারে কত বেদনার এক ছটাক আলো
যে আলোর মাঝে কষ্ট আছে
যন্ত্রণা আছে
আছে না-পাওয়ার হাহাকার
তবুও মনে সান্ত্বনা আছে
ধৈর্য্য আছে,
বিশ্বাসের সাজানো বাগান আছে
যে বাগানে প্রতিদিন ফুল ফোটে
যে বাগানে বাহারি ফুলের মেলায়
সন্ধ্যার কোলজুড়ে জোছনা ওঠে
যে জোছনার আলোয় চোখের সামনে
ভেসে ওঠে প্রিয়ার হাসিময় মুখখানি,
যে হাসির ফোয়ারা দেখে আমি পুনরায়
জেগে উঠি
জগে উঠি বেঁচে থাকার জন্য
জেগে উঠি সংগ্রাম করে নতুন করে
দুনিয়ার চোরাবালিতে বেঁচে থাকার জন্য
যে সংগ্রামের ইতিহাস কোনোদিন শেষ হয়নি
হয়তো কোনোদিন শেষ হবে না
কিছুতেই শেষ হবে না।