আমি সপ্ত সাগরে ডুব দিয়ে মুক্তির দিশা খুঁজি
ভাবনার খেয়ালে পাল তোলে বহু স্মৃতি
ঘটনার ঘনঘটায় ভোঁতা হয়ে যায় বুদ্ধি
তৃষিত আত্মা বারেবারে ঠাঁই পেতে চায় জ্ঞান সাগরের গভীরে।
এটাই তৌহিদের মূলমন্ত্র
আল্লাহর অপার করুণা ও কৃপার আধার
যেখানে ইশকে এলাহির শরাব পান করে
অতিন্দ্রীয় দর্শনের মূলমন্ত্র অন্তরে জপে
মানুষ মিলিত হতে চায় চির প্রশান্তির ছায়ায়
ইলমে লাদ্দুনির অনন্ত সাগরে।