তোমার হাসির ঝলকে আমি
দেখি নতুন প্রেমের ভুবন।
তোমার অঙ্গে অঙ্গে খোশবু বেসামাল
মাতোয়ারা যেন আমি হরদম।
তোমারই একনজরে হারিয়ে আমি
নিজেকে কোথাও খুঁজে না পাই।
তোমারই রেশমি চুলের ভাঁজে
আষাঢ়-শ্রাবণ ম্লান হয়ে যায়।
তুমি হাঁটলে ঐ পথে ঝরে
হীরা মণি মুক্তোর ডালি।
তোমারই সুরের জাদুতে মুগ্ধ
প্রেমকাননের আমি সেই মালী।
তোমার তুলনা হয় না কখনও
তুমি বিরল এ জগতে হায়।
প্রেমে সিদ্ধ নারী তুমি
তব প্রেমের ভারে নুয়ে আমি যাই।
আমি কি পারব তোমাকে ভুলে যেতে
নই অকৃতজ্ঞ বেঈমান আমি।
অন্তরে ঝুঁকে উঁকি মেরেই দ্যাখো
শ্রেষ্ঠ উপহার তুমি সবচেয়ে দামি।