তারুণ্যের পথিক আমি-
অদেখা-অজানাকে খোঁজার সাহস আমি,
সৃষ্টি সুখের উল্লাস আমি;
সাহসী জননীর বীর সন্তান আমি।
আমি দুর্বার, দুর্জয়, নির্ভীক-
অদম্য শক্তির জোয়ার আমার মাঝে,
সৃষ্টির মহাসূচনায় তাণ্ডবলীলা আমি,
অন্যায়ের প্রতিবাদে শাণিত ধার আমি।
ভ্রান্ত পথিকের দিশা আমি,
তপ্ত সাহারার বুকে মরূদ্যান আমি।
স্বপ্নহারা মানুষের সারথি আমি,
সাগর মন্থনে বাসকী নাগ আমি।
আমি আগামীর অগ্রদূত-
ধরণীর মাঝে শান্তির বার্তা আমি,
পরিবর্তনের অঙ্গীকার আমি,
মহাকালের প্রলয় আমি;
নিয়তির খেলার সাথি আমি।
আমিই তারুণ্যের নায়ক-
বিন্ধ্য হিমালয় জয় করে,
প্রশান্ত-আটলান্টিক পাড়ি দিয়ে,
মহাবিশ্বের সন্ধান খুঁজি আমি।