রাতের কোলজুড়ে আলো করে উঠেছিল পূর্ণিমার চাঁদ,
জোছনার সবটুকু আভা তোমার হৃদয়কে
ছুঁয়ে গিয়েছিল গভীরভাবে।
তোমার ভাবনায় গভীর হয়েছিল রাত,
রাতের খেয়ালি তারারা ঘুমিয়ে পড়েছিল
মিটিমিটি আলো জ্বেলে।
লক্ষ্মীপেঁচার জ্বলজ্বলে চোখ জাগিয়ে রেখেছিল
প্রতীক্ষার প্রহর, গভীর রাত্রির কোলে
ঢলে পড়ে রাতের অতিথিরা,
ঘুমের চাদরে ঢেকে
যায় পুরো পৃথিবী।
ভোরের আকাশে নতুন স্বপ্ন নিয়ে হাজির হয় রক্তিম সূর্য,
দুনিয়াময় মিষ্টি আলোর ফোয়ারা ছড়িয়ে
ভরিয়ে দেয় পথিকের মন।
স্বপ্নে মোহগ্রস্ত মেহনতি মানুষের দল বেরিয়ে পড়ে
কাজের সন্ধানে, জীবনের সবটুকু উজাড় করে
টিকে থাকতে চায় জীবনসংগ্রামে।
তুমিও সেই মেহনতি মানুষের একজন যারা প্রতিদিন
হাজারো স্বপ্ন ফেরি করে মানুষকে বাঁচিয়ে
রেখেছে দিনের পর দিন।
তোমার আলোয় আলোকিত কোটি কোটি মানুষ
আশায় বুক বাঁধে নতুন দিনের
নতুন ভোরের স্বপ্ন দ্যাখে।
সকল শৃঙ্খল বঞ্চনার দুয়ার ভেঙে তুমি এগিয়ে চলো
সত্যের আলোয় উদ্ভাসিত হয় জাতির বিবেক
উন্মুক্ত আকাশে ঘুরে বেড়ায় শান্তির পায়রা।
দিনের শেষে নতুন কালের প্রত্যাশায় অস্তগামী সূর্য
নতুন সকালে শান্তির নীড়ে বইছে আনন্দের উচ্ছ্বাস
উঠেছে নতুন সূর্য, সত্যের আলো ছড়িয়ে
পড়েছে পৃথিবীর আনাচে-কানাচে।