তরুণ আমি, আমারই মাঝে প্রাণের প্রদীপ জ্বলজ্বল
সারা পৃথিবীকে মোরা করব শাসন আমি উদ্দাম উচ্ছল।
আজিকার যত স্বপড়ব আছে করব মোরা একদিন জয়
জানি বাধা আছে পদে পদে বটে তবু ডরাই না নিশ্চয়।
সিড়বগ্ধ সকালে প্রার্থনা শেষে চুপিসারে মনে মনে বলি :
ওগো দয়াময়, বিধাতা মোদের, দাও শক্তি সাহস ভূরি ভূরি।
শাসন-শোষণের যত শৃঙ্খল আছে ভাঙব আমরা একদিন,
মজলুম যারা আছ পেয়ো না ভয়, ঐ দ্যাখো আসছে শুভদিন।
আমরাই হব বিশ্বের চালিকাশক্তি আনব নতুন দিন
দেব বিশ্বকে নতুন ঠিকানা, শুধিতে হবে আছে যত ঋণ।
সাম্যের জ্ঞান, মৈত্রীর বাণী করব প্রচার সারা বিশ্বময়
মানবতার জয়গানে মুখরিত কাজে থাকব আমরাই সবসময়।
আমরা নতুন আমরা কুঁড়ি আমরাই আগামী দিনের সূর্য
করব আমরাই দমন অসুর-দানব দেখিয়ে শৌর্য-বীর্য।
বিভেদ দেয়ালের যত প্রাচীর আছে গুঁড়িয়ে আমরাই দেব
সমাজ-রাষ্ট্রের আমূল পরিবর্তনে দৃঢ় শপথ নেব।
দিকে দিকে হবে তারুণ্যের ধ্বনি, বিশ্ব পাবে নতুন দিশা
আকাশ পাতাল ফুঁড়ে মহাকাশের পথে যাত্রায় হবে অনুসন্ধিৎসা।