তুমি ছিলে আর আমি ছিলাম-
জোছনাভরা রাত ছিল,
তারাদের সাথে বাস ছিল।
আনন্দের আভাস ছিল,
জীবনটা কিন্তু বেশ ছিল।
তুমি ছিলে পাখির কলরব ছিল-
সবুজের ক্ষেতে সাজ ছিল,
আকাশে সৃষ্টির ভাঁজ ছিল।
বাতাসের বুকে উচ্ছ্বাস ছিল,
চোখে স্বপড়ব একরাশ ছিল।
তুমি ছিলে ভোরের কাক ছিল-
সময়ের নদীতে বাঁধ ছিল,
প্রতীক্ষার পূর্ণ স্বাদ ছিল।
ক্লান্ত মন শান্ত ছিল,
পাওয়ার কষ্ট ম্লান ছিল।
তুমি ছিলে মনে রঙ ছিল
শান্ত সমীরণ ছিল,
পাতার মড়মড়ে ঢং ছিল।
মাসটা শ্রাবণ ছিল,
মনে প্লাবন ছিল।
তুমি ছিলে উষার আলো ছিল
নতুন পথের দিশা ছিল,
বুকে সাহস মনে বল ছিল।
ভরসা অটুট অবিচল ছিল,
জীবনটা ঝলমল ছিল।