আমি নিজেকে ভালোবাসিনি
ভালোবেসেছি শুধুই তোমাকে
আমার সবটুকু অস্তিত্ব দিয়ে সত্তা দিয়ে
আমি তোমাকেই ভালোবেসেছি।
ভালোবেসেছি বিরহ মিলনে
ভালোবেসেছি আনন্দে আবেগে
ভালোবেসেছি শ্রাবণের দিনক্ষণে,
প্রকৃতির নির্জনতায় নির্লিপ্ত হয়ে
আমি শুধুই তোমাকে ভালোবেসেছি।
ভালোবেসেছি বলেই আজ এত আবেগ
এত উচ্ছ্বাস আমার মনে সারাক্ষণে,
আমি জানি না, কেন এত টান
কেন এত আবেদন তোমার প্রতি,
শুধুই মনে হয় আমার হৃদয়ের গহিনে
ছোট্ট একটি ঝরনা আছে যেখান
থেকে প্রতিটি মুহূর্তে ভালোবাসার
অবিরাম জলধারা ছন্দে ছন্দে
আমার সমস্ত শিরা উপশিরায় বইতে থাকে।
যেন কোনো স্বর্গের অমিয়ধারা আমার
সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে রংধনুর সাত রঙে
সিক্ত করে আমাকে করে তোলে একজন সিদ্ধপুরুষ।
সেই থেকে আর আমি আমাকে ভালোবাসি না,
ভালোবাসি শুধুই তোমাকে
কারণ তোমাকে ছাড়া
আমি কখনোই নিজেকে চিনতে পারতাম না,
যেদিন তোমার উপলব্ধি
আমি নিজে মাঝে অনুভব করলাম
সেদিনই আমি নিজেকে চিনলাম
নিজেকে জানলাম
নতুন পরিচয় পেয়ে নিজেকে ধন্য মনে করলাম।
আজও আমি নিজেকে ভালোবাসি না,
ভালোবাসি কেবল তোমাকেই
শুধু তোমাকেই।
তাংÑ ১৫/০৯/১৯ ইং, ঢাকা।