জীবনের রঙ্গমঞ্চে বহু উত্থান পতনের বিভীষিকাময় রূপ দেখে
অর্বাচীন পথিকের ন্যায় সময়ের উজান ভাটিতে দাঁড় টেনে টেনে  
আমি বিক্ষুব্ধ জলরাশির বুক চিরে এগিয়ে চলেছি নীল আকাশের অন্তহীন দিগন্তে ।
অনায়াসেই কেটে গেছে ভয় ভীতি ও হতচকিত মনের বিহ্বলতা
কষ্ট ও দুঃখের ভয়াল কালো জমাট মেঘ উধাও হয় দিপ্তময় সূর্যের ছোঁয়ায়
আশা ও ভরসার তরণী বিমোহিত হয়  লাল নীল কৃষ্ণচূড়ার ফুলে   ।
তবুও মানবীয় মনের প্রতিটি কোনে শঙ্কার তীর ছোটে
অসহিষ্ণু বিচলিত চিত্তের ভাবনা বৃধৌত মানসপটে সহসা হিল্লোল ওঠে
স্বর্গীয় ভাবনায় সিক্ত হয়ে জীবন এগিয়ে চলে  মহাকালের  অনন্ত সীমায় ।