আমি ভালোবাসব,
আমি কেবল তোমাকেই ভালোবাসব।
ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে-


চন্দ্র-সূর্য হিমালয় ছুঁয়ে,
তোমাকেই শুধু ভালোবাসব।
আমি ভালোবাসব-


শিশিরভেজা মেঠোপথের সোনালি রোদে,
হিজলের বনে কোকিলের কুহুকুহু তানে,
বাতায়ন পাশে খোলা আকাশের নিচে,
তোমাকেই শুধু ভালোবাসব।
আমি ভালোবাসব-


ফাগুনের হিমেল হাওয়ায়,
আগুনঝরা সন্ধ্যায় রজনীগন্ধার ঘ্রাণে,
পদ্মার ঢেউয়ে উজানের টানে,
তোমাকেই ভালোবাসব ।
আমি ভালোবাসব-


হৃদয়ছোঁয়া আশা আর আকাশভরা স্বপ্ন নিয়ে,
দুরন্ত পথিকের বেশে মহাকাব্যের সাক্ষী হয়ে।
অন্তরের অন্তস্তল থেকে-


তোমাকেই শুধু ভালোবাসব ।