এটাই ঈশ্বরের পবিত্র তীর্থভূমি , চির শাশ্বত ভালোবাসার নীল দরিয়া
যেখানে এসে থেমে যায় আত্ম অহংকারের দূর্বার  জয়রথ  
উবে যায় মান অভিমানের সর্বগ্রাসী বিষবাস্প
জয় পরাজয়ের চিরবৈরিতা মিতালি  পাতায়  হৃদ্যতার অন্তহীন দিগন্তে।
এটাই শুভতার মানমন্দির , দেপিপ্যমান প্রজ্বলিত অনির্বাণ শিখা
যার স্পর্শে মুছে যায়  জাতি ধর্ম বর্ণ ও গোত্রের চৌহদ্দি  
দূরীভূত হয় হিংসা বিদ্বেষ ও পরশ্রীকাতরতার পুরু মোটা আস্তরণ
মানবতার জয়গানে মুখরিত মানুষ পা বাড়ায় চির শান্তির বৈচিত্র্যময় তপোবনে ।
এটাই ঐশ্বর্যমণ্ডিত তরুছায়া বেষ্টিত সুখশান্তির ছায়ানীড়
যেখানে কামনা বাসনা লোভ লালসাকে পোষ মানায় আলোকিত মন
শিরা ধমনি অস্থিমজ্জায় অনুভূত হয় স্বর্গীয় শীতলতা
অস্থির অশান্ত চিত্ত সজীবতা অনুভব করে ভালোবাসার রোমাঞ্চকর ছোঁয়ায় ।