দুই মন মিলেমিশে হয় একাকার
জগৎমাঝে বুঝি একই আচার।
রামধনুর রঙে যার আলতো ছোঁয়া
মিলন-বিরহের পালাবদলে যেন কাছে পাওয়া।
মান-অভিমান সব এক হয়ে যায়
জীবনের পরম রস যখন অনুভবে পায়।
জগৎ শুরুই হয় দুজনের মাঝে
বিধাতার পূর্ণতা যত সৃজন কাজে।
আলো-আঁধারে ঘেরা মানবজীবন
আদম-হাওয়ায় পূর্ণ এ ভুবন।
বিপদ-আপদে মোরা দুইজনে সাথি
উত্তাল আনন্দে যেন হৃদয় মাতি।
চাওয়া-পাওয়ায় চলে জীবনভেলা
লুকোচুরির বেড়াজালে নতুন খেলা।
কষ্টের মাঝে যেন স্বর্গীয় সুখ
শিরি-ফরহাদের মতো ভুলি সকল অসুখ।
রুহানি শক্তি পেয়ে জীবন ধন্য
হিমালয়ের তুষার-শুভ্র প্রেম হে অনন্য ।
রাঙা-প্রভাতের কালে শুনি নতুন বা