আমি ভালোবাসব-
হৃদয়ের সবটুক উজাড় করে তোমাকে ভালোবাসব।
আমি ভালোবাসব কালবৈশাখীর রাতে,
কখনো বা রোদ-ঝলমলে শান্ত প্রভাতে।
আমি ভালোবাসব দিনে-রাতে
পৃথিবীর আবর্তনে, হৃদয়ের গহিনে।
আমি ভালবাসব-
ফাগুনের হাওয়ায়, ভ্রমরের গুঞ্জনে,
কোকিলের কুহুকুহু তানে, রজনীগন্ধার ঘ্রাণে।
আমি ভালবাসব মনোরম বিকালে,
মেঘনায় ঢেউয়ে, উজানের টানে, আষাঢ়-শ্রাবণে।
আমি ভালোবাসব-
শরতের শিশিরভেজা সকালে-
শান্ত মনে, চিন্তার অবগাহনে, ক্ষণে ক্ষণে।
আমি ভালোবাসব বনস্পতির ছায়ায়,
পাখির কলরবে হৃদয়-মাতানো গানে।
আমি ভালোবাসব-
শান্ত সমীরণে গ্রাম্য মেঠো পথে-
হিজলের বনে, হঠাৎ দিন-ক্ষণে।
আমি ভালোবাসব সবুজ বাতায়নে,
সোনালি ধানের ক্ষেতে আনন্দে মেতে।
আমি ভালোবাসব-
ছোট্ট তালপাখার নীড়ে ঐ যে দূরে গ্রামে
সময়ের টানাপড়েনে, জীবনসংগ্রামে।
আমি ভালোবাসব দীনতার ভিড়ে,
হাজারো কষ্ট সয়ে বুকের মাঝারে নিত্যনতুন সাজে।
আমি ভালোবাসব-
জীবনসায়াহ্নে নির্জন প্রবাসে,
প্রকৃতির কোলে খাটে বসে আনমনে।
আমি ভালোবাসব হৃদয়ের ঋদ্ধতায়
আবেগতাড়িত মনে শয়নে স্বপ্নের নিশিজাগরণে।