আমি যা তা আমি নয়
কোথায় যে আমি তা
   খুঁজে পাওয়া যায় না।
ভাবতে গেলে
  আকাশ থেকে বৃষ্টি পড়ে,
শুনতে গেলে
   বিসর্জনের বাজনা বাজে,
ভাবনার ব্যুৎপত্তিতে
চক্ষু ধাববান
সবুজপরীর দেশে
এই আমি।

আমার মধ্যে আমিত্ব
চিন্তার মধ্যে চিন্তিত
ভাবনার মধ্যে ভাবিত
মননের মধ্যে মনস্তত্ত্ব
  এরই মধ্যে আমি
    অথচ হারায়
আমি না হয় থাকব
  আমিত্ব কী থাকবে ?
পেন না হয় আছে
     কালি ?
আমি কে ?...........আমি।