পরীক্ষা আর পরীক্ষা!
বারো মাসে তেরো পার্বনের মতো
প্রথম একক অভীক্ষা
সিলেবাস বুঝতে কেটে যায়।
দ্বিতীয় অভীক্ষা
নম্বর না পেলে মা বকে দেয়।
তৃতীয় অভীক্ষায়
অঙ্ক ইংরাজীটা ভাল হয় না।
চতুর্থ অভীক্ষায়
বিঞ্জানটা গুলিয়ে যায়।
পঞ্চম অভীক্ষায়
কোনটা যে করি বুঝে উঠতে পারি না।
বার্ষিক পরীক্ষায়
সব বিষয় হ-য-ব-র-ল হয়ে যায়,
পরীক্ষা আর পরীক্ষা!