সবার সহিত মিশবো নিলাম প্রতিঞ্জা
বলব কথা যাকে পাব করব না অবঞ্জা।
মন মোর হয় অন্তর্মুখী হয় সারাক্ষণ
ভাঙব মনের শিকল উন্মুক্ত নয়ন।
চোখের পর্দা সরিয়ে পড়ে নেব বাস্তব
ভাঙব ভীরু আবরণ প্রবেশিব অন্তরে
আনব মুখে মিস্টি কথা চলব পদে পদে
হাসি আর আনন্দতে।

আপন করব প্রত্যেককে সুবাকলাপে
মনের সহিত মন মিলাব অহর্নিশিতে।
কটু কথা ছাড়ব মুখে করব প্রশংসা,
ব্যক্তিত্বকে করব আমি মনের অভীপ্সা।
লজ্জাকে ভাসিয়ে দেব নদীর জলেতে
অবচেতনকে পাঠিয়ে দেব দরিয়াতে।
বাস্তবকে দেখব নিজের চক্ষু মহিমায়
থাকব না গুটিয়ে ছুটব প্রতিযোগিতায়।
হব আমি চিরসাথী প্রত্যেকের কাজে,
ঘুরব ফিরব তারা বলবে না বাজে।
জাগরিত হবে মোর শুভ উপলব্ধি,
এভাবে এগিয়ে চললে হবে মোদের
প্রকৃত জীবনের শুদ্ধি।