কেমন করে চলছে  এ দেশ
কেমন করে চলে,
পরকে ঠকায় সুযোগ বুঝে
কলা কৌশল ছলে।


বাজার পন্যে ভেজাল মেশায়
ভালোয় মেশায় পচা,
লাভের অংক দ্বিগুণ করতে
চালায় বুদ্ধির কষা।


নেতা পেতা দামি নামি
ভেজাল মুক্ত পাচ্ছে,
একি টাকায় দরিদ্র জন
ভেজাল সহ খাচ্ছে।


কেমন করে চলছে এদেশ
কোথায় নাইরে আস্থা,
দালাল আছে ঘুষের দাপট
বিচারে আঁধার রাস্তা।


কেমন করে চলছে এদেশ
অধিকার কে দিবে?
সরকারি ঐ  চাকরি বাকরি
সিস্টেম করে নিবে।


নিয়ম রীতির ধার ধরেনা
ছুটছে লাভের পিছে,
পরিশ্রমী মূল্য পায়না
সত্য মারে বিষে।


পদে পদে চলতে গেলে
অনিয়ম যে ভরা,
উপর তলায় বসে যারা
বুঝে কি রোদ খরা।


সাদা কে যে কালো করায়
কালো করায় সাদা,
এই নিয়ে খুব বলতে গেলে
বুকে লাগে বাধা।


স্বাধীনতা একাত্তরের
রক্ত মাখা লাশে,
লাল সবুজের ওই পতাকা
এখনো লালছে ভাসে।


অনিয়ম কে ঠাঁই দিলো যে
ভুললো শহীদ রক্ত,
ওরা হলো সেই আগাছা
রাজাকার এর মক্ত।


স্বাধীনতার সুফল মানুষ
পাচ্ছেনা কেন মাগো?
একাত্তরের সৈন্য সেনা
আবার তোমরা জাগো।


একাত্তরের মুজিব আবার
জাগেন জাগেন চোখ,
কষ্টে আছে এই জনতা
কষ্টে আছে লোক।