বিজয় এলো প্রাণ বিলিয়ে
রক্ত স্রোতের বঙ্গে,
এখনও কেন? দুঃখ হচ্ছে
অশ্রু সারা অঙ্গে।


বিজয় এলো ৯ মাস শেষে
বাবা মা আর,বোন হারিয়ে,
এখনও কেন? এই বাঙালি
মুক্তি খোঁজে হাত বাড়িয়ে।


বিজয় এলো দেশের সম্পদ
করবে সবাই ভোগ,
এখনও কেন? লুটপাট হবে
হবে কেন দুর্ভোগ।


বিজয় এলো অনেক রক্তে
সততা পন বুকে,
এখনও কেন? মিথ্যা, লোভী
দাঁড়িয়ে পথ রুখে।


শহীদ তুমি আবার উঠো
পুনঃ জন্ম হয়ে,
শত্রু আরও রয়ে গেছে
অশ্রু যাচ্ছে বয়ে।


মুজিব তুমি ফিরে এসো
তৈরি করো সৈন্য,
এখনও তো এই বাঙালির
কাটছে না তো দৈন্য।