একা থাকি একা থাকি  কোথায় একার মুখ
একা কি আর কোথায় থাকি ? সাথে কত দুখ।
গান গেয়েছি একা একা শোনে পাশে কে?
বৃক্ষ লতা কান পেতেছে হাত তালি দেয় যে।


একা থাকি ভাঙা ঘরে নাইরে অপোলক
রাতের বেলা তারার গুলো আমার মারে চোখ
একা একা হাঁটতে হাঁটতে গেলাম মাঠের বিল
সাথে দেখি শালিক আমার উড়ছে গাঙের চিল।


একা চলি পথে পথে হয়নি দেখা পাশ
পায়ের নীচে তাকিয়ে দেখি নীচে কত ঘাস
একা থাকি মনের মাঝে প্রেমিক টেমিক নাই
মনের ভেতর কাউকে যেন হঠাৎ করে পাই।


একা থাকি ঘরের ভেতর কারো নাইকো খোঁজ
ফেসবুকে তে ডুকে গেলে থাকে কি সংকোচ।
মনের ভেতর রং এর জুড়ি গোছিয়ে করি ভাজ
একা একা বকবক ছাড়া নাইরে কোনো কাজ।