একটি চাষের একটি ফসল মাঠের কথা
একটি ইঁদুর লাগে মাত্র নষ্ট করে দিতে,
হাজার হাজার ইঁদুর তবে লাগে না আর মাঠে
ভাঙে আশা ঠকে চাষা ইঁদুর যায় রে জিতে।


একটি ইঁদুর লুকিয়ে থাকে যায়না তারে ধরা
যায়না তারে মুখটি চেনা গর্তে থাকে ডুবে,
চাষার বুকে কষ্টের ফসল অশ্রু ঝরা জলে
খুন করে যায় কাচা স্বপ্ন ইঁদুর চুপে চুপে।


একটি ইঁদুর দমন করতে এক বিড়ালের অভাব
যায়না খুঁজে সারা জাহান ইঁদুর মারার মেশিন,
বিড়াল গুলো ইঁদুর মারা বন্ধু করে দিছে
চাষার শ্রমের মূল্য দেবার নাইতো আগের-দিন।


বাড়ির ইঁদুর ঘরের চালা কেটে দিতে পারে
অন্য বাড়ির ইঁদুর গুলো জানেনা ঘর কোনা,
দুষ্ট ইঁদুর থেকে আমি কেমনে এখন বাঁচি?
শ্রমের ফসল যায় রে মুছে কষ্টের নাগাল গোনা।


-বাস্তব ঘটনা অবলম্বনে